ওযু ভঙ্গের কারণ সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকে আমরা দেখবো oju vonger karon কয়টি? সাতটি কি কি দলিল সহ এবংমহিলাদের ওযু ভঙ্গের কারণ গুলিকি ও মেয়েদের ওযু ভঙ্গের কারণ সমূহ দলিল সহ
তাছাড়া কিছু প্রশ্ন আমরা মাজে মধ্যে দেখি তাহলো, উলংগ হলে কি ওযু ভাঙ্গে?
পাদ দিলে কি ওযু ভেঙে যায়, গালি দিলে কি ওযু ভাঙ্গে,
নখ কাটলে কি ওযু ভাঙ্গে, মিথ্যা বললে কি ওযু ভাঙে, রক্ত বের হলে কি ওযু ভাঙ্গে ,কৃমি বের হলে কি ওযু ভেঙ্গে যায় ইত্যাদি বিষয় নিয়ে আমরা oju vonger karon bangla বিস্তারিত দেখবো ইনশাআল্লাহ
নামাজ ভঙ্গের কারণ কয়টি 19 টি ও কি কি
ওযু ভঙ্গের কারণ কয়টি
ওযু হচ্ছে নামাজের চাবি, আর নামাজ হল বেহেস্তের চাবি নামাজ পড়ার পূর্বে অজু করা ফরজ, কেউ যদি ওযু ছাড়া নামায পড়ে সে গুনাহগার হবে তাই অজু করে নামাজ পড়া আবশ্যক
মূলত সাতটি কারণে ওযু ভেঙে যায় আবার কিছু কিছু কারণে ওযু মাকরূহ হয়ে যায় যদি কারো ওযু ভেঙ্গে যায় সে বেশকিছু ইবাদত করতে পারবে না,
যেমন নামাজ পড়তে পারবে না, সে নামাজ নফল হোক বা সুন্নাত হোক বা ফরজ ওয়াজিব ওযু ছাড়া কোনো নামাজ ই পড়া যাবেনা,আর কোরআন শরীফ পড়া যাবে কিন্তু ধরা যাবেনা ছোঁয়া যাবে না
তো এমন এভাবে অনেক এবাদত রয়েছে যে অজু ছাড়া করা যাবে না
হানাফী মাযহাব অনুসারে ওযু ভঙ্গের কারণ সাতটি
ওযু ভঙ্গের কারণ কয়টি ও কি কি
পবিত্রতা অর্জন করার জন্য আমরা অজু করে থাকি ওযু ভঙ্গের কারণ সাতটি নিম্নে আলোচনা করা হল
ওযু ভঙ্গের কারণ দলিল সহ
1.পায়খানা ও পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া,
যেমন বায়ু, রক্ত পেশাব-পায়খানা,কৃমি ইত্যাদি অর্থাৎ কোনো কিছু বের হলেই ওযু নষ্ট হয়ে যাবে। সহীহ দলিল (হেদায়া, হাদিস : ১/৭)
2. রক্ত, পুঁজ, অথবা পানি বের হয়ে গড়িয়ে পড়া। (হেদায়া : ১/১০)
অর্থাৎ শরীর থেকে বা শরীরের ক্ষতস্থান হতে পুঁজ, অথবা পানি বাহির হয়ে গড়িয়ে পড়লে ওযু ভেঙে যাবে, যদি অল্প পরিমাণে রক্ত, পুঁজ, অথবা পানি বের হলে ওযু ভঙ্গ হবে না,
তবে যদি বেশি পরিমানে রক্ত, পুঁজ, অথবা পানি বের হয়ে গড়িয়ে পড়ে অর্থাৎ পরিমাণটা বেশি হয় তাহলে অজু ভেঙ্গে যাবে
3.মুখ ভরে বমি করা
যদি কোন কারণে মুখ ভরে বেশি পরিমাণে বমি হয় তাহলে অজু ভেঙ্গে যাবে, –সহীহ দলিল (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ১২২১)
4. থুথুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া
থুতুর সঙ্গে যদি রক্ত বের হয় সে রক্তের পরিমাণ যদি থুতুর সমান হয় অথবা তার চেয়ে বেশি হয় তাহলে অজু ভেঙ্গে যাবে — সহীহ দলিল (মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস : ১৩৩০)
5.চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া
যদি কেউ কোথাও ওয়ালে বা কোথাও হেলান দিয়ে অথবা চিৎ কাত হয়ে চেয়ারে হোক আর দেওয়ালে হোক যদি সে কথাও হেলান দিয়ে ঘুমিয়ে যায় তাহলে তার ওযু ভেঙ্গে যাবে
—আবু দাউদ, হাদিস : ২০২)
6. পাগল, মাতাল বা অচেতন হলে
কোন ব্যক্তি যদি কোন কারনে তার সাধারণ জ্ঞান শক্তি হারিয়ে ফেলে অর্থাৎ পাগল হয়ে যায়
অথবা অধিক পরিমাণে নেশা করার কারণে সে মাতাল হয়ে যায় অথবা আঘাত পাওয়ার কারণে সে অচেতন হয়ে যায় তাহলে তার অজু ভেঙ্গে যাবে
(মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদিস : ৪৯৩)
7. নামাজে উচ্চস্বরে হাসি দিলে
নামাজরত অবস্থায় কেউ যদি শব্দ করে হাসে অর্থাৎ উচ্চস্বরে হাসি দেয় তাহলে তো ওযু ভেঙ্গে যাবে –(সুনানে দারা কুতনি, হাদিস : ৬১২)
মহিলাদের ওযু ভঙ্গের কারণ/মেয়েদের ওযু ভঙ্গের কারণ
মহিলা ও পুরুষের ওযু ভঙ্গের কারণসমূহ একই উপরোক্ত সাতটি কারণে যেমন পুরুষদের ওযু ভাঙবে তেমনি ভাবে মহিলাদের ওযু ভেঙ্গে যাবে মহিলাদের জন্য আলাদা কোন কারণ নেই
এই চারটি কারণ যদি মহিলাদের হয় মহিলাদের ওযু ভেঙ্গে যাবে।
উলংগ হলে কি ওযু ভাঙ্গে
উলঙ্গ হলে অজু ভাঙবে না কিন্তু সে গুনাগার হবে এবং নামাযের ভিতরে তিন তাসবীহ পরিমাণসতর খুলিয়া থাকলে
অর্থাৎ উলঙ্গ থাকলে তার নামায ভেঙ্গে যাবে কিন্তু অজু ভাঙবে না
পাদ দিলে কি ওযু ভেঙে যায়
ওযু ভঙ্গের কারণ সাতটি তন্মধ্যে সর্বপ্রথম টি হল পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোন কিছু বের হওয়া
তো যদি কেউ অবায়ু নিঃসরণ করে অর্থাৎ পাদ দিলে তার অজু ভেঙ্গে যাবে পুনরায় আবার ওযু করতে হবে
গালি দিলে কি ওযু ভাঙ্গে
গালি দিলে ওযু ভঙ্গ হয় না ,কিন্তু সে গুনাগার হবে সে মানুষের কাছে অসম্মানিত হবে
যে গালি দেবে তাকে ছোটরা সম্মান করবে না কিন্তু গালি দেওয়ার কারণে ওযু নষ্ট হবে না
নখ কাটলে কি ওযু ভাঙ্গে
নখ কাটলে ওযু নষ্ট হবে না নখ কাটার সুন্নাত, সুন্নত তরিকায় সঠিক সময়ে নখ কাটলে সে সাওয়াব পাবে তবে নখ কাটার পর হাত ধুয়ে নিলে সেটা ভালো হয়
oju vonger karon bangla নিয়ে শেষ কথা
আশা করি ওযু ভঙ্গের কারণসমূহ আপনারা বিস্তারিতভাবে জানতে পেরেছেন উপরোক্ত যে সাতটি কারণসমূহ রয়েছে সে কারণ ব্যতীত অন্য কোন কারণে রোজা ভঙ্গ হবে না,
পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আরো কোন কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন
আমরা দ্রুততার সাথে আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য দোয়া করবেন পিতা-মাতার খেয়াল রাখবেন আসসালামুয়ালাইকুম
গুরুত্বপূর্ণ লিখনি, মাশাআল্লাহ।