ইসলামিক মোটিভেশনাল উক্তি নিয়ে তো অনলাইনে অনেকেই লিখে থাকে শুধু কপি পেস্ট করে, তবে আজকে আমরা যাচাই বাঁচায় করে বাছাইকৃত কিছু অসাধারণ
ইসলামিক মোটিভেশনাল উক্তি কথা স্ট্যাটাস pdf বই গল্প বক্তব্য এবং অসাধারণ কিছু ইসলামিক মোটিভেশনাল বইয়ের নাম সহ বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে।
আমি দৃঢ়তার সাথে বলতে পারি যে আপনারা যদি আজকের islamic motivational speech bangla এই আর্টিকেলটি ভালোভাবে পড়েন,
তাহলে আপনাদের ইসলামিক মোটিভেশনাল উক্তি কথা স্ট্যাটাস বক্তব্য গল্প ইত্যাদি সকল বিষয়ের কাঙ্খিত উত্তর বা মনের মতো ছোট ছোট সুন্দর সুন্দর সকল উক্তিপেয়ে যাবেন এই পোস্টে ইনশাল্লাহ।
আমাদের জীবনে বস্তবতায় অনেক উত্থান-পতন থাকে। আমরা প্রতিদিন বেচে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে থাকি । এর জন্য আমরা আমাদের শারীরিক শক্তির পাশাপাশি আমাদের মনের জোড় হারিয়ে ফেলি।
আস্তা উঠে যায আমাদের নিজেদের উপর থেকে। তখনি আমাদের আবার উঠে দাড়াতে সাহায্য করে মোটিভেশনার উক্তি । তাই আপনাদের মাঝে কিছু মোটিভেশনাল উক্তি রইলো।
ইসলামিক মোটিভেশনাল উক্তি
“আল্লাহ্ কষ্টের পর সুখ দিবেন”- সূরা ত্বলাক: আয়াত নাম্বার- ৭
কষ্ট একটি উপহার যার মধ্যে রহমত লুকিয়ে থাকে। রুমি
দুঃখ কষ্ট মুসলমানদের জন্য পরীক্ষা যার ফলাফল আল্লাহ তা’আলা অবশ্যই দিবে।
তোমরা যদি আমাকে সত্যিই ভালোবাস তোমাদের অপর বিপদ (অর্থাৎ আল্লাহর পক্ষথেকে পরীক্ষা) এমন ভাবে আসবে যেমন ভাবে পাহাড় থেকে ঝর্ণার পানি আসে । রাসূল (সাঃ)
”আপনার পাপগুলো আল্লাহর দয়া থেকে বড় নয়” অর্থাৎ আমাদের গুনাহের চেয়ে আল্লাহর দয়া অনেক বড়।
— ডক্টর বিলাল ফিলিপ্স
”নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি”
— সূরা ইনশিরাহ: আয়াত ৬
”কখনো কখনো আল্লাহ তা’আলা আমাদেরকে বিপদে ও দুশ্চিন্তায় ফেলেন শুধু এজন্যই যে আমরা যেন তাকে স্মরণ করি”
— ডক্টর। বিলাল ফিলিপ্স
“যে ব্যাক্তি পবিত্র থাকতে চায়, তাকে আল্লাহ তা’য়ালা পবিত্র রাখেন”
— সহীহ বুখারী শরীফ
সকল দুঃখ কষ্টের মূল হলো এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ”
— হযরত আলী (রাঃ)
আমরা পৃথিবীর সবচেয়ে অজ্ঞ ও অপমানিত মানুষ ছিলাম এবং আল্লাহ তা’য়ালা আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন।- হজরত উমর ইবনুল খাত্তাব (রাযি:)
মোটিভেশনাল উক্তি
# জীবনের সেই সময় সবচেয়ে বেশি আনন্দময় যখন কেউ তোমাকে বলে তোমার যারা এই কাজ হবেনা কিন্তু তুমি সে কাজ করে দেখাও
জীবনে বেঁচে থাকা অনেক কঠিন কাজ তাই কখনো হাল ছাড়তে নেই মনে রাখতে হবে বাধা না আসলে জীবনে সফল হওয়া যায় না
নামাজ ভঙ্গের কারণ কয়টি 19 টি ও কি কি
#. তুমি এগোতে পারবে তখনই যখন নতুন কিছু করার উদ্যম সাহস তোমার থাকবে।
#. তুমি যখন কোন কাজ করতে যাবা পিছন থেকে অনেকে তোমাকে অনেক কথা বলবে কারণ তুমি তার থেকে অনেক এগিয়ে।
* তুমি সফল হও বানাবো মানুষ তোমাকে নিয়ে কথা বলবেন তাই বলে থেমে থাকলে চলবে না
#. তোমাকে অনেকে অনেক কথা বলবে তুমি ধনী হওয়া গরিব হও যাই হোক না কেন কারো কথায় কান না দিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে।
#. যদি জীবনে সফল হতে চাও তাহলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে শর্টকাটে আশা ত্যাগ করতে হবে
- তুমি যদি দাঁড়িয়ে নদী দেখো কোনভাবেই সেই নদী পার হতে পারবে না পার হওয়ার জন্য তোমাকে সঠিক পদক্ষেপ নিতে হবে।
- সংঘর্ষ যত কঠিন হবে বিজয় ঠিক ততটাই আনন্দময় হবে।
*তোমার ততক্ষণ পর্যন্ত টাকা উপার্জন করতে হবে যতক্ষণ পর্যন্ত না তোমার ব্যাংকের ব্যালেন্স তোমার মোবাইল নাম্বারের সমান হয়।
#. যদি কোন কাজ অনেক ভালোভাবে করতে চান তাহলে সেটা অন্যকে না দিয়ে নিজে করুন।
মোটিভেশনাল কথা
#. কাজ করতে তোমার অনেক সময় লাগে অনেক ধীর গতি তুমি কিন্তু এটা তোমার জন্য কোন ব্যাপার না কারণ তুমি তাদের থেকে এগিয়ে যারা আলসেমি করে।
-ছেড়ে দেওয়া মানে এই না যে তুমি অনেক দুর্বল এটা তোমাকে সামনের দিকে এগিয়ে নিতে প্রেরণা দিবে
তুমি যদি মন থেকে কোন কাজ করতে চাও কোন না কোন রাস্তা ঠিকই খুঁজে পাবে।
#. কারো তেমন ভক্ত হবেন না তাহলে নিজেকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন না।
* তুমি যখন নিজের খারাপ পরিস্থিতি জন্য অন্যকে দায়ী মনে করবে তখন তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না।
#. নিজের জীবনের সিদ্ধান্ত নিতে শিখুন অন্য কারো উপর ছেড়ে দিন না সে আপনার জীবনের সিদ্ধান্ত নিতে একটু সময় ব্যয় করবে না।
#. দুনিয়ার কাছে আমাদের পরিচয় করিয়ে দেয় আমাদের সফলতা আর ব্যর্থতা আমাদের পরিচয় করিয়ে দেয় দুনিয়াকে।
#. যখন আপনার জন্ম হয়েছিল তখন সবাই উদযাপন করেছিল আপনি কে দিয়েছিলেন কিন্তু আপনি এমন কাজ করবেন যেন আপনার মতন আপনি হাসবেন আর সকলে কান্না করে,
#কোন বড় কাজ করতে গেলে তার পিছনে লেগে থাকুন ।
রিল রাস্তা সবসময় সেটাই অনুসরণ করে যেটা অনেক সহজ মনে হয় কিন্তু তার সহজ নয় তাই আপনার নিজের রাস্তা নিজে তৈরি করুন
আশা করি আপনারা মোটিভেশনাল উক্তি ও কথা সমূহ আপনাদের কাছে ভালো লেগেছে,
যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনার আমাদের পোস্ট অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভালো থাকবেন আসসালামু আলাইকুম
জাযাকাল্লাহু খাইরান