২০ হাজার টাকার মধ্যে কম্পিউটার ডেস্কটপ পিসি

আজকে আমরা দেখবো ২০ হাজার টাকার মধ্যে কম্পিউটার,ডেস্কটপ,পিসি কিভাবে ক্রয় করতে হয় ২০ হাজার টাকার মধ্যে ডেস্কটপ

20 হাজার টাকার পিসি একই ভাবে আমরা একটা ভালো মানের কম্পিউটারের পিসি তৈরি করতে পারি এখন যে প্রোডাক্ট গুলি নিয়ে আমরা আলোচনা করব অনেকগুলি ভালো ব্র্যান্ডের

এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যদি 20 হাজার টাকার ভিতরে গেমিং পিসি তৈরি করতে চান

তাহলে মোটামুটি ভালো একটা পিসি তৈরি করতে পারবেন আমাদের আজকের এই আর্টিকেলটি ভালোভাবে পড়লে তো চলুন শুরু করা যাক

কম্পিউটার বানাতে কি কি লাগে ও ভালো মানের পিসি কিনতে কত টাকা লাগবে

২০ হাজার টাকার মধ্যে কম্পিউটার

যেহেতু আমরা কম বাজেটের ভিতর 20000 টাকার মধ্যে একটি ভালো পিসি তৈরি করত তাই আমাদের কম দামের ভাল প্রোডাক্টটি পছন্দ করতে হবে

কম দামে ভালো পণ্য গুলো আমাদের পছন্দ করতে হবে এবং কিছু কিছু বিষয়ে আমাদের স্যাক্রিফাইস করতে হবে কারণ এ বিষয়টা মাথায় অবশ্যই রাখতে হবে

যে আমাদের বাজেট মাত্র 20 হাজার টাকা একটি কম্পিউটার কিনতে বা কম্পিউটারের পিসি তৈরি করতে যে কম্পোনেন্টগুলো আবশ্যকীয় সেগুলো নিম্নে আলোচনা করা হল

২০ হাজার টাকার মধ্যে কম্পিউটার কম্পোনেন্ট সমূহ

একটি কম্পিউটার তৈরি করতে অর্থাৎ একটি ডেস্কটপ পিসি তৈরি করতে যে প্রোডাক্ট গুলি অবশ্যই লাগবে সেগুলো হচ্ছে

  • প্রসেসর
  • মাদারবোর্ড
  • রেম
  • হার্ডডিক্স/SSD
  • পাওয়ার সাপ্লাই
  • ক্যাচিং

২০ হাজার টাকার মধ্যে ডেস্কটপ প্রসেসর

প্রসেসর হচ্ছে কম্পিউটারের প্রধান একটি উপাদান কম্পিউটার ডাটা প্রসেসিং করার সময় প্রসেসর এর উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে থাকে

তো প্রসেসর যত ভালো হবে কম্পিউটারটি তত গতি সম্মত হবে তাই আজকে আমরা 20000 টাকার কম্পিউটারের মধ্যে প্রসেসর হিসেবে ব্যবহার করবো

intel Core i5 4th generation যার অনলাইন প্রাইস ৩৭০০ টাকা check

এই প্রসেসরটি দিয়ে মোটামুটি সকল কাজ চালিয়ে নিতে পারবেন বড় ধরনের গেমিং ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন করা একটু কঠিন হয়ে যাবে

তবে ছোটখাটো নতুন হিসেবে ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন এবং গেমিং করা যাবে

২০ হাজার টাকার মধ্যে পিসির মাদারবোর্ড

কম্পিউটারের মেইনবোর্ড মাদার গলায় সকল কম্পোনেন্ট গুলো এর মাদারবোর্ড এর ভিতরে সেটআপ করা হয়

এই মাদারবোর্ডে নির্দিষ্ট প্রসারের জন্য মাদারবোর্ড নির্দিষ্ট হয়ে থাকে যেহেতু আমরা ফোর জেনারেশন প্রসেসর পছন্দ করেছি

তাই আমাদের মাদারবোর্ড H81 মডেলের চয়েজ করতে হবে

motherboard Asus H81- কোরিয়ান মোথারবোর্ড অর্থাৎ বাহিরের দেশে ব্যবহার করা হয়েছে কিন্তু একদম ফ্রেশ দেখতে নতুনের মতো 1-year warranty, থাকবে দাম 3500-3600tk -My Recommended
or
Option :Brand new একদম নতুন টা নিলে ৭৫০০-৮০০০ টাকা লাগবে 3 year warrenty থাকবে।

কোরিয়ান মাদারবোর্ড গলি যেকোনো কম্পিউটার দোকানে গেলে পেয়ে যাবেন

রেম

রেম হচ্ছে কম্পিউটারের মেমোরি আর রেম যত বেশি হবে কম্পিউটার ও তত দ্রুত চলবে

তাই কম্পিউটারের রেম মিনিমাম 4gb হওয়া প্রয়োজন এবং মোটামুটি ভালো হয় 8gb হলে

,বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রেম রয়েছে তবে টিম ব্রান্ডের রেম ভালো

আরে আমগুলো লাইফটাইম গ্যারান্টি থাকে তাইলে এটা নিতে পারেন
Twinmos 4GB DDR3 1600 BUS Desktop RAM ১৭০০ টাকা see

হার্ডডিক্স

হার্ডিক্স কম্পিউটারের এক্সটার্নাল মেমোরি হিসাবে কাজ করে বিভিন্ন ফাইল সেভ থাকে থাকে

হার্ডডিক্স সাধারণত 500gb১৩০০-থেকে ১৫০০ টাকার মাজে পেয়ে যাবেন কিন্তু 500 জিবি হার্ডডিস্ক নতুন হয় না তবে 1 TB হার্ডডিস্ক তিন হাজার টাকার ভিতরে নতুন পেয়ে যাবেন

কিন্তু হার্ডডিক্স এর চেয়ে অনেক বেশি গতিসম্পন্ন হয়ে থাকে SSD তাই 128gb এসএসডি 2000 টাকার ভিতরে নিতে পারেন অনেক বেশি গতিসম্পন্ন হবে

কম দামের মধ্যে ভালো একটা SSD AITC KINGSMAN SK150 128GB 2.5″ SATA price 2000-2200 price

পাওয়ার সাপ্লাই

পাওয়ার সাপ্লাইটি হচ্ছে কম্পিউটারকে পাওয়ার দিয়ে থাকে তাই পাওয়ার সাপ্লাইটি ভালোমানের হওয়া জরুরী

তাই কম দামের ভিতরে আমরা Revenger VP-350 Watt Power Supply 1200-1500 TK পাওয়ার সাপ্লাই আমরা পছন্দ করেছি

ইউটিউবে অনেকগুলি রিভিউ রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং আমার জানামতে Revenger VP-350 Watt

পাওয়ার সাপ্লাইটি অনেক ভালো একটি পাওয়ার সাপ্লাই চাইলে আপনারা এটি নিতে পারেন অথবা ইউটিউব একটু ঘাটাঘাটি করে একটি ভাল আপনারা পেয়ে যাবেন কম টাকার ভিতরে

ক্যাচিং

কম্পিউটারের ক্যাচিং টি একচুয়ালি বাহ্যিক সৌন্দর্য জন্য বেশি গুরুত্ব দেয়া হয় এটি কম্পিউটারের স্পিড বৃদ্ধি করে না

অথবা কমায় না তারপরেও মোটামুটি ভালো একটি কেচিং নেওয়া আমাদের উচিত কারণ আমাদের সকল কম্পোনেন্ট গুলো এই কেচিং এর ভিতরে অবরুদ্ধ অবস্থায় থাকবে

তাই আমরা কমদামের ভিতরে casing Xtreme v3: : ২২০০-২৬০০ Tk price

২০ হাজার টাকার মধ্যে কম্পিউটার নিয়ে শেষ কথা

আশা করি 20000 টাকার মধ্যে কম্পিউটারে কেমন হবে কি কি কম্পোনেন্ট আমাদের চয়েজ করা দরকার ধরতে পেরেছেন

অবশ্যই কম্পিউটার কেনার সময় একটি ভালো দোকান থেকে কম্পিউটারে ক্রয় করবেন যেন আপনাকে গ্যারান্টি বা ওয়ারেন্টি টা খুব ভাল সার্ভিস দেয়

কারণ অনেক দোকান আছে যে গুলো প্রোডাক্ট বিক্রি করার পর আর সার্ভিস দিতে চায়না

তাই আপনারা খুব ভালো একটি ব্র্যান্ডের দোকান থেকে কম্পিউটার পার্স গুলো কিনবেন

এবং সুন্দর ভাবে কম্পিউটার চালানোর জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার কম্পিউটার অনেক ভালো হবে

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আসসালামুয়ালিকুম

Leave a Comment

%d bloggers like this: